রাজধানী ঢাকায় পূর্বঘোষিত সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সারাদেশে নিরপেক্ষ নির্বাচনের দাবি ও





ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মঙ্গলবার (১৬ মার্চ) রাজধানীর ব্রাদার্স ইউনিয়ন মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।





সোমবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশ স্থগিতের ঘোষণা দেন।





ফখরুল বলেন, সারাদেশের সব বিভাগীয় শহরের সিটি করপোরেশন এলাকাগুলোতে ধারাবাহিক সমাবেশের অংশ হিসেবে ঢাকা দক্ষিণের যে সমাবেশ হওয়ার কথা ছিল তা সরকারি বাধা ও দক্ষিণ সিটিতে বিএনপির প্রার্থী ইশরাক হোসেনের অসুস্থতার কারণে স্থগিত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা মজিবুর রহমান সারোয়ার, নজরুল ইসলাম মনজু, ফরিদা ইয়াসমীন, রিয়াজ উদ্দিন নসু, আরিফুর রহমান মোল্লা, শায়রুল কবির খান, শাহজাহান সম্রাট, রিটা আলী, মনিরুজ্জামান মনির, এনামুল হক জুয়েল, মিজানুর রহমান, রফিক লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।