দীর্ঘ ১২ বছর নিঃ’সন্তা’ন জীবন কা’টিয়ে’ছেন আব্দুল মাজেদ-সাবিতা খাতুন দম্প’তি। অবশেষে সি’জারের





মাধ্যমে একটি ছে’লে সন্তান জ’ন্ম দেন সবিতা। কিন্তু ভূ’মি’ষ্ঠের ছয় ঘণ্টা পার না হতেই চু’রি হয়ে যায়





নবজাতকটি। বুকের ধ’ন হা’রিয়ে পাগ’লপ্রায় বাবা-মা।





শনিবার বিকেল তিনটার দিকে সিরাজগঞ্জে’র হাটিকুম’রুর সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতা’লে এ ঘ’টনা ঘ’টে। কিছুদিন আগে সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে ২৩ দিনের নবজাতক চু’রি হয়।





জে’লার তাড়াশ উপজে’লার নওগাঁ গ্রামে। প্র’সব বে’দনা নিয়ে শনিবার ভোরে সাখাওয়াত এইচ মেমোরিয়াল হাসপাতা’লে ভর্তি হন সাবিতা।
সকাল ৯টার দিকে সি’জারের মাধ্যমে ছে’লে সন্তান জ’ন্ম দেন তিনি। সি’জারের পর শি’শু ওয়ার্ডে মা ও নবজাতককে রাখা হয়। নবজাতকের নাম রাখা হয় সামিউল। এটিই তাদের প্রথম সন্তান। হাসপাতা’লের সিসিটিভির ফুটেজে দেখা যায়, নবজাতককে কো’লে নিয়ে বসে আছেন তার নানি।