বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় সিনেমার আইটেম গানে যার পারফরম্যান্স মানেই নিশ্চিত সফলতা তিনি নোরা ফাতেহি। মরোক্কান বংশোদ্ভূত কানাডিয়ান এই তারকার জন্মদিনে (৬ ফেব্রুয়ারি) দেখে নেওয়া যাক তার দারুণ কিছু পারফরম্যান্স।





২০১৭ সালে প্রথম একক ‘নাহ’ গান দিয়েই কোটি দর্শকের মন জয় করে নেন বলিউডের লাস্যময়ী তারকা নোরা ফাতেহি। এরপর একের পর এক তার নাচমুখর গান দর্শক-শ্রোতাদের মাতিয়ে রেখেছে।





মরোক্কান বংশোদ্ভূত নোরা ফাতেহির জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। তবে এই অভিনেত্রী, নৃত্যশিল্পী, মডেল ও প্রযোজকের ক্যারিয়ার বিকশিত হয়েছে ভারতেই। হিন্দি, তেলুগু, মালয়ালম ও তামিল ভাষার সিনেমায় কাজ করেছেন তিনি।





নোরা ফাতেহির জন্মদিনে দেখে নেওয়া যাক তার উপহার দেওয়া সেরা ১০টি গান কোনগুলো।
ছোড় দেঙ্গে





নাচ মেরি রানি





গরমি





এক তোহ কাম জিন্দেগানি





ও সাকি সাকি





কামারিয়া
দিলবার
লাগদি লাহোর দি
পেপেটা
নাহ