আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে প্রতিটি নির্বাচনে মাস্তানি-গুন্ডামি ও ভোট চুরির মহোৎসব হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে প্রশাসন এমনকি নিরাপত্তা বাহিনীগুলোকেও তারা ভোট চুরির কাজে ব্যবহার করা হয়েছে বলে মন্তব্য করেছেন





ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। সোমবার (১৫ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে চরমোনাই পীর আরও বলেন, বাংলাদেশের রাজনীতিতে ভোট জালিয়াতি একটি সাধারণ রেওয়াজ হলেও আওয়ামী লীগ যেভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে ভোট চুরিকে প্রতিষ্ঠানিককরণ করেছে তা নজিরবিহীন।





তিনি বলেন, রবিবারের পৌর নির্বাচনেও তারা যা করেছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের নাই। সম্মিলিত মাফিয়াতান্ত্রিক ভোট ডাকাতির আরেকটি বিভৎস দৃষ্টান্ত স্থাপন করল স্বাধীনতার ‘কথিত’ নেতৃত্বদানকারী দলটি।





একের পরে এক জাতীয় ও স্থানীয় নির্বাচনকে এভাবে গুন্ডামি-মাস্তানি ও চুরির উৎসবে পরিণত করায় গণতন্ত্র ও নির্বাচনের প্রতিই মানুষের আস্থা হারিয়ে গেছে। সাম্প্রতিক নির্বাচনগুলোতে ভোটার উপস্থিতিই এর প্রমাণ বহন করে।