কুমিল্লা বরুড়া উপজে’লা পৌরসভার পুরান কাদবা গ্রামে হিন্দু যুবক জনি দত্তের (২৬) প্রেমের ডাকে সাড়া দিয়ে পা’লিয়ে আসেন খুলনা বিভাগের বাঘের হাট জে’লার মোড়লগঞ্জ উপজে’লার মাছিমারা গ্রামের তরুণী রুমা আক্তার (১৯)।





ফেসবুকে পরিচয়, পরে প্রেমের টানে স্বপন দত্তের ছেলে জনি দত্ত (২৬)’র বাড়িতে চলে আসেন এই তরুণী। বুধবার (২০ মে) স্থানীয় সুত্র থেকে জানা যায়, জনৈক জনি দত্ত মু’সলিম পরিচয়ে মোহন চৌধুরী নাম দিয়ে দীর্ঘ দিন ধরে রুমা আক্তারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে।





তারই ধারাবাহিকতায় রুমা আক্তার জনি দত্ত ওরফে মোহন চৌধুরীর ডাকে সাড়া দিয়ে বরুড়া উপজে’লার পৌরসভা এলাকার পুরান কাদবা জনি দত্তের বাড়িতে চলে আসে।





ঘটনা এলাকায় জানাজানি হলে তোলপাড় শুরু হয়। এলাকাবাসী জানতে পেরে প্রথমে মেয়েটিকে বুঝিয়ে শুনিয়ে তার এলাকায় পাঠানোর চে’ষ্টায় ব্য’র্থ হয়, পরে বরুড়া থা’নায় খবর দেয়।





খবর পেয়ে এস আই আনিসুর রহমাস রহমানের সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে জনি দত্ত ওরফে মোহন চৌধুরী এবং রুমা আক্তারকে থা’নায় নিয়ে যায়।
মেয়েটি বরুড়া উপজে’লা নির্বাহী কর্মক’র্তা আনিসুল ইসলামের দপ্তরের হাজির করলে নির্বাহী কর্মক’র্তা জানান, মেয়েটির অভিভাবকের সাথে যোগাযোগ করে তাদের নিকট পৌছানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয়ে বরুড়া পু’লিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান বলেন, মেয়ে এবং ছেলে দুজনে থা’নায় আ’টক রয়েছে। এ বিষয়ে বরুড়া উপজে’লা নির্বাহী কর্মক’র্তা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন”।