টানটান উত্তেজনা আর পুলিশি বাধার মুখে খুলনায় বিএনপির মহাসমাবেশ শুরু হয়েছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় দলীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশের কার্যক্রম শুরু হয়।





বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর (বীরউত্তম)।





এছাড়া বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চোধুরী, যুগ্ম-মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল বরিশাল সিটির মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরোয়ার, মোসাদ্দেক হোসেন বুলবুল সমাবেশে উপস্থিত রয়েছেন।